নিউজ ডেস্ক ::সারা বাংলা জুড়েই পুরো মাত্রায় শীতের আমেজ। তাপমাত্রা অনেকটা কমে গেছে। তবে এবার তাপমাত্রা সামান্য বাড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে চলতি সপ্তাহে ফী তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।—রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা বাড়বে কিছুটা। ফলত শীতের আমেজ কমবে। এদিকে সকালবেলা কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গে ভোরের দিকে হালকা কুয়াশার প্রভাব বেশি দেখা যাবে মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা, কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। নভেম্বরে পশ্চিমী হাওয়ার দাপটে শীতের হালকা আমেজ বজায় থাকবে। তবে পুরোপুরি শীত আসতে এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিস বলছে, তাপমাত্রা কমলেও পাকাপাকিভাবে শীত পড়তে পড়তে ডিসেম্বর হয়ে যাবে। কলকাতাতেও চলতি সপ্তাহে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। কিছুটা তাপমাত্রা বাড়বে শহরের। বৃহস্পতিবার থেকে পরবর্তী তিন দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ রয়েছে নভেম্বরের শুরু থেকেও। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশার পরিমাণ প্রভাব থাকছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও দক্ষিণবঙ্গের মতোই তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে চলতি সপ্তাহে।
