আজ, সোমবার দুপুর ১২ টায় আনশন প্রত্যাহার মমতাবালার

নিউজ ডেস্ক ::রবিবার মতুয়াদের গড়ে তৃণমূলের তিনজন প্রতিনিধি উপস্থিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেন। তারপরেই আজ সাংসদ মমতাবালা ঠাকুর আনশন প্রত্যাহার করে নিতে চলেছেন। সেই সঙ্গে ডাক দিয়েছেন বৃহত্তর আন্দোলনের। সাফ জানিয়েছেন, এসআইআরের নামে কোনও অন্যায় বরদাস্ত করা হবে না। মতুয়ারা মনে করছেন এসআইআরের ফলে অনেকের নাম বাদ যেতে পারে। সে কারণেই এর প্রতিবাদে সরব মতুয়ারা। মমতাবালাপন্থী মতুয়ারা ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে আমরণ অনশনে বসেছেন। যদিও একে একে ১৫ জন বিশেষ কারণে কয়েকদিন আগেই অনশন প্রত্যাহার করেছেন।

এরই মাঝে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে ঠাকুরবাড়িতে যায় তৃণমূলের প্রতিনিধি দল। এরপর রাতেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মমতাবালা ঠাকুর। এদিন রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর বলেন, “আগামিকাল বেলা বারোটার সময় অনশন তুলে নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন। তাঁর চিঠিকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত।” এরপরই তিনি জানান, তবে অনশন তুলে নেওয়া হচ্ছে কারণ এবার বৃহত্তর আন্দোলনে শামিল হবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *