নিউজ ডেস্ক ::সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগেই তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়েছেন একাধিক সমাজ কল্যাণমূলক প্রকল্প নিয়ে। এবার উপভোক্তাদের হাতে তুলে দেবেন বাড়ি প্রকল্পের টাকা। আগামী বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ‘বাংলার বাড়ি’ আবাসন প্রকল্পের অধীনে ১৬ লক্ষের বেশি বাড়ি উপভোক্তাদের দেওয়া হবে। গতকালের মন্ত্রিসভার বৈঠক শেষে এই খবর জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “কেন্দ্রীয় সরকার বঞ্চিত করা সত্ত্বেও, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে এ পর্যন্ত প্রায় ১২ লক্ষ বাড়ি হস্তান্তর করা হয়েছে। আমরা আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ১৬,৩৬,৫২২টি বাড়ি যোগ্য প্রাপকদের হাতে তুলে দেব।”
এদিকে, মন্ত্রিসভা কর্মসংস্থান বাড়াতে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম লিমিটেড (WBIDC)-এর আওতায় শিল্প পরিকাঠামোর একটি বড় সম্প্রসারণে অনুমোদন দিয়েছে। মন্ত্রী জানান, রাজ্য জুড়ে সাতটি নতুন শিল্প পার্কের জন্য নতুন প্লট বরাদ্দ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, এই শিল্প পার্কগুলি কোচবিহার (২টি প্লট), কল্যাণী (১টি), উলুবেড়িয়া (১টি), বিষ্ণুপুর (১টি) এবং ফলতা (২টি) স্থানে স্থাপিত হবে। আবাসন ও শিল্প উদ্যোগের পাশাপাশি রাজ্য সড়ক পরিকাঠামোর উন্নয়নেও কাজ করছে বলে মন্ত্রী জানান।
