নিউজ ডেস্ক ::শেষ পর্যন্ত দেড় দিনের মাথায় আন্দোলনকারী BLO রা আন্দোলন প্রত্যাহার করেছে। সোমবার বিকেল থেকে সিইও অফিসের বাইরে ধরনায় বসেন তাঁরা। এসআইআর-এর কাজে অতিরিক্ত কাজের চাপের কথা উল্লেখ করে স্মারকলিপিও দেন। বিক্ষোভকারীরা বিএলও-রা জানিয়ে দেন, মুখ্য নির্বাচনী আধিকারিক তাঁদের সঙ্গে বৈঠক না করা পর্যন্ত ধরনা প্রত্যাহার করবেন না। এই পরিস্থিতিতে একাধিক দাবি নিয়ে সিইও অফিসে ধরনায় বসেছিল তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা মঞ্চ। ২৪ ঘণ্টার বেশি পরে আন্দোলনকারী বিএলও-দের সঙ্গে দেখা করলেন রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। আর সিইও-র সঙ্গে সাক্ষাতের পর সিইও অফিসের সামনে থেকে ধরনা অবস্থান তুলে নিলেন আন্দোলনকারী বিএলও-রা। সিইও তাঁদের একাধিক আশ্বাস দিয়েছেন বলে বৈঠক শেষে দাবি করলেন তাঁরা।
অবশেষে প্রায় ৩০ ঘণ্টা পর আন্দোলনকারী বিএলও-দের সঙ্গে বৈঠক করেন সিইও মনোজ কুমার আগরওয়াল। বৈঠক শেষে সিইও অফিস থেকে ধরনা প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। সোনালি বন্দ্যোপাধ্যায় চক্রবর্তী নামে এক বিএলও বলেন, “দীর্ঘ ৩০ ঘণ্টা ধরনার পর সিইও আমাদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হলেন। বিএলও-দের উপর খুব চাপ পড়ছে জানিয়ে সিইও-র সঙ্গে আমরা আলোচনায় বসি। ফর্ম পূরণ ও ডিজিটাইজেশনের জন্য আরও সময় দেওয়ার আবেদন করি। একইসঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের দাবি জানাই আমরা। উনি বলেন, এটা তাঁর হাতে নেই। দিল্লিতে নির্বাচন কমিশনকে জানাবেন।”
