নিউজ ডেস্ক ::সুকান্ত মজুমদার বলছেন, এটা তৃণমূলের কাজ আর তৃণমূল বলছে বিজেপির। ঘটনা হলো এক দলীয় কর্মসূচিতে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আচমকাই তাঁকে ঘিরে ধরে একদল মানুষ। ‘গো ব্যাক’ স্লোগানে রাস্তাজুড়ে মুহূর্তে তৈরি হয় উত্তেজনা। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা স্থানীয় বিজেপি কর্মী। অভিযোগ, তাঁদের প্রতি নেতৃত্ব উদাসীন। কোনও সমস্যা হলে নেতারা পাশে দাঁড়ান না। “আমরা মার খাই, আর নেতারা শুধু মঞ্চে বক্তৃতা দেন”—এই সুরেই ক্ষোভ উগরে দেন তাঁরা।
যদিও সুকান্তর বক্তব্য—“ডায়মন্ড হারবারে এর আগেও আমাকে আটকানোর চেষ্টা হয়েছে। তৃণমূলের রক্তচক্ষুতে ভয় পাই না। পরিকল্পিতভাবেই বিক্ষোভ দেখানো হয়েছে।” তাঁর অভিযোগ, শাসকদলের মদতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরো বলেন, “এটা তৃণমূলেরই কৌশল। রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।” পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জম্মু-কাশ্মীরকে ঠান্ডা করতে পারলে এখানেও পারব।” তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক তাপমাত্রা বাড়তে শুরু করেছে।
