আমেরিকার দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চায় চিন

নিউজ ডেস্ক ::বিশ্বের দুই মেরুর দেশ চিন ও আমেরিকা। এদের মধ্যে গোপন শত্রুতার খবর প্রায় সকলেই জানে। সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্পের বিজয়ের পরেই নতুন সুর শোনা গেলো চিনের রাষ্ট্রদূতের মুখে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সি ফেং বলেছেন, যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু হতে ইচ্ছুক চীন। গতকাল শুক্রবার হংকংয়ে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি দুই দেশের মধ্যে সংলাপ আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। চীনের কর্মকর্তা ও চীনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের উদ্দেশে সি ফেং বলেন, যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার বা যুক্তরাষ্ট্রের জায়গায় যাওয়ার কোনো পরিকল্পনা নেই চীনের। তিনি জানান, চিন চিনের মতো আর আমেরিকা আমেরিকার মতো। এখানে কোনো প্রতিযোগিতা নেই।

সি ফেং আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক অনেক উদ্বেগের বিষয় আছে। বিষয়গুলো আলোচনার টেবিলে এনে খোলাখুলিভাবে কথা বলা ও সমতাভিত্তিক সমাধানের চেষ্টা করা পুরোপুরিভাবে সম্ভব। তিনি বলেন, বাণিজ্য, কৃষি, জ্বালানি, কৃত্রিম বৃদ্ধিমত্তা, গণস্বাস্থ্যসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্র ও চীনের একসঙ্গে কাজ করার ব্যাপক সম্ভাবনা আছে। যদি বাস্তবে এটা সম্ভব হয়, তাহলে তা দুই দেশের পক্ষেই মঙ্গল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *