ফের বাঘের ত্রাস কুলতলির মৈপীঠে

নিউজ ডেস্ক ::এই দু’দিন আগে বনদপ্তরের তৎপরতায় জঙ্গলে পাঠানো হয়েছিল একটা বাঘকে। ফের আবার শুক্রবার সকালে সেই মৈপীঠে দেখা মিললো আবার বাঘের পায়ের টাটকা ছাপ। একাংশের দাবি, শুধু পায়ের ছাপই নয়, গর্জনও শুনেছেন তাঁরা। মনে করা হচ্ছে, একটি নয়, ঘুরে বেড়াচ্ছে ২টি বাঘ। ৬ জানুয়ারি প্রথমবার বাঘের পায়ের ছাপ মিলেছিল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠ এলাকায়। বাঘবন্দি করতে ময়দানে নামে বনদপ্তরের কর্মীরা। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। দিনদুয়েক পর নদীর পাড়ে মেলে বাঘের পায়ের ছাপ। এরপরই স্বস্তি পেয়েছিলেন মৈপীঠবাসীরা। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। রাত পেরতে না পেরতে ফের লোকালয় সংলগ্ন ম্য়ানগ্রোভে মেলে বাঘের পায়ের ছাপ। সেবারও ফিরে গিয়েছিল হলুদ ডোরাকাটা। কিন্তু এবার!

সূত্রের খবর ইতিমধ্যে বন দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর থেকে বনদপ্তরের পক্ষ থেকে স্টিলের জাল দিয়ে প্রায় ৩০০ মিটার লোকালয় সংলগ্ন জঙ্গল ও নদীর পাড়ের একদিক ঘেরার কাজ শুরু হয়েছে। শুক্রবার সকালে সেই স্টিলের জালের পাশে মিলেছে একটি বাঘের পায়ের ছাপ। বনদপ্তরের এক আধিকারিক বলেন, “বাঘের পায়ের ছাপ জঙ্গলে মিলেছে। জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নদীর ধারের এক দিকে জাল দেওয়া হয়েছে যাতে বাঘ বেরিয়ে অন্য জায়গায় উঠতে পারে। আতঙ্কের কারণ নেই। রাতে নজরদারি চলবে।” এখন দেখার কত দ্রুত সেই বাঘকে আবার জঙ্গলে পাঠানো যায়। আসল সমস্যা জঙ্গলে বাঘের খাদ্যের অভাব ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *