নিউজ ডেস্ক ::কে বলবে এই বাম দলগুলো ৩৪ বছর বাংলা শাসন করেছে। ২০১১ সালে সরকারের পতনের পরেই শুরু হয়েছে দলের রক্ত-ক্ষরণ, তা এখনও অব্যাহত। অন্যদিকে উঠে আসছে বিজেপি। এবার কিন্তু সেই বাম শক্তি আবার ঘুরে দাঁড়াচ্ছে বলেই নাগরিক মহলের ধারণা। বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সংগৃহীত সদস্য সংখ্যা। চব্বিশ সালে তাঁদের সদস্য সংখ্যা ৩৪ লক্ষ ছুঁয়েছে। যেখানে প্রধান বিরোধী দল বিজেপির অফিসিয়াল সদস্য সংখ্যা ৪৮ লক্ষ। তবে যুব এই সদস্য সংখ্যা সিপিএমের ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে, সেটাই প্রশ্ন দলের নেতাদের। সদস্য হওয়া আর ভোট বাক্সে তার প্রতিফলন কিন্তু এক নয়।
হামেশাই একটা প্রশ্ন সামনে আসে, তৃণমূলের এতো দুর্নীতির পরেও কেন তাদের ভোট বাক্স অব্যাহত? বিশেষজ্ঞরা বলছেন, তার প্রধান কারণ কোনো শক্তিশালী বিরোধীদল নেই। এবার কি সেই ফাঁক কিছুটা পূরণ হবে? এদিকে ২০ জানুয়ারি মৌলালিতে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণসভা করছে ডিওয়াইএফআই। সেখানেও সংগঠনের সদস্য সংগ্রহের বিষয়টি ঘোষণা করা হতে পারে।
