আজকের আবহাওয়া

নিউজ ডেস্ক ::জানুয়ারি প্রায় শেষের দিকে কিন্তু সেভাবে ঠান্ডা পড়লো না। চারিদিকে আমের মুকুল ধরেছে। কিন্তু তাপমাত্রার পতন মোটেই দেখা যাচ্ছে না।

সোমবার সকালে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে নতুন করে ঠান্ডা ফেরার সম্ভাবনা কম। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারনেই আরও একবার বাংলায় থমকে গিয়েছে ঠান্ডা। শুধু তাই নয়, আটকে উত্তরে হাওয়াও। আর সেই কারণেই জাঁকিয়ে ঠান্ডা পরার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম বলেই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের (West Bengal Weather Update)। শুধু তাই নয়, আগামী ২৪ ঘন্টা পর থেকে পরিস্থিতির আরও বদল হতে পারে। অর্থাৎ তাপমাত্রার পারদ বাড়তে পারে বলেও পূর্বাভাস। তবে সকালের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে বলেই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। রবিবার কলকাতা এবং শহরতলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। আজ সোমবারও তেমনটাই থাকবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। ফলে শীতের আমেজ থাকলেও তেমনটা জাঁকিয়ে ঠান্ডা লাগবে না।

অন্যদিকে উত্তরবঙ্গে শীতের আমেজ আগামী আরও কয়েকদিন থাকবে। জাঁকিয়ে ঠান্ডা না থাকলেও একাধিক জেলায় শীতের আমেজ আছে। আর তা আগামী দিন থাকবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস (West Bengal Weather Update) । আবহাওয়াবিদরা বলছেন, উত্তর-পশ্চিম ভারতে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়বে, তার উপরে উত্তরবঙ্গের জেলাগুলির আগামী কয়েকদিনের আবহাওয়া নির্ভর করবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *