নিউজ ডেস্ক ::রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বেশ টালটামাল। সেই পরিস্থিতিতেই আজ, সোমবার মুখ্যমন্ত্রী সভা করবেন মুর্শিদাবাদে। আজ তিনি সভা করবেন লালবাগে। সেখান থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। সম্প্রতি নওদা, খড়গ্রাম ব্লকে বিধায়ক এবং ব্লক সভাপতির কোন্দল প্রকাশ্যে আসায় দলের মুখ পুড়েছে জেলাজুড়ে। আবার শাসক দলের নেতৃত্বের হাতে কান্দি ব্লক প্রশাসনের আহত হওয়ার ঘটনা জেলা নেতৃত্বকে ভাবিয়ে তুলেছে। সালার, সুতি, জঙ্গিপুর এবং ফারাক্কার গোষ্ঠী কোন্দলে জেরবার দল। আবার ডোমকলে শাসক দলের নেতার হাতে পুলিশ আক্রমণের ঘটনা ঘটেছে। বিধায়ক হুমায়ুন কবীর মাঝে মাঝেই বিদ্রোহ ঘোষণা করছেন। সেই অবস্থায় কি বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী?নবান্ন সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।
মুর্শিদাবাদ পর্ব মিটিতে আজই তিনি যাবেন মালদায়। সম্প্রতি মালদায় ঘটে গেছে একাধিক অঘটন। সেই অবস্থায় মালদায় তিনি কি জানাবেন, সেই দিকেও সবার নজর। পুরাতন মালদহের মহানন্দা ভবনে রাত্রিবাস করবেন তিনি। আগামিকাল, মঙ্গলবার ২১ জানুয়ারি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে সরকারি অনুষ্ঠান হবে। বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে।
