নিউজ ডেস্ক ::শিল্পের জগতে বহু মানুষ আছেন যারা বিভিন্ন সমাজ সেবা মূলক কাজের সঙ্গে যুক্ত। কেউ পথ কুকুরদের সেবা করেন আবার কারোর নিজস্ব কোনো NGO আছে যার মাধ্যমে সাহায্য পৌঁছে দেয় মানুষের কাছে। পায়েল তেমনই একজন শিল্পী। এক বিশেষ সম্মানে ভূষিত হলেন টেলি-অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। রাজধানী শহর দিল্লিতে উত্তর প্রদেশের প্রাথমিক শিক্ষামন্ত্রী সতীশ চন্দ্র দ্বিবেদীর হাত থেকে ‘ভারতীয় যুব ইনস্পিরেশন’ (National Youth Inspiration Award 2025) শ্রেষ্ঠ সমাজসেবিকা অ্যাওয়ার্ড পেলেন তিনি। অভিনয়ের সঙ্গে সঙ্গে সমাজ সেবার কাজগুলি নিষ্ঠার সঙ্গে পালন করে গিয়েছেন পায়েল। কখনও অ্যাসিড আক্রান্ত মহিলাদের সঙ্গে কাজ তো, আবার কখনও বা ক্যানসারের মতো মারণ রোগ জয় করে ফিরে এসেছেন, এমন মানুষদের নিয়ে নিয়মিত কাজ করে চলেছেন তিনি। তাঁর এই কাজে উপকৃত হয়েছে সমাজের বহু মানুষ। এখনও তিনি সেই কাজ করে চলেছেন।
পায়েল সকালে ঘুম থেকে উঠেই প্রথমে সেরে নেন বিভিন্ন সামাজিক কাজ। তার পরে শুরু করেন তাঁর পেশাগত কাজ। তিনি জানান, “আপনাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ আর ভালবাসা জানাতে চাই। এটা কোনও সাধারণ সম্মান নয়। অনেক দিন ধরেই আমি অ্যাসিড আক্রান্তদের নিয়ে কাজ করে চলেছি। আমার একটা বৃদ্ধাবাসও রয়েছে। সেখানে ৯ জন বৃদ্ধা এবং ২ জন ক্যানসার জয়ী দেখভাল করা হয়। শুধু তা-ই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমাজসেবার কাজে সর্বদাই আমার অনুপ্রেরণা রূপে কাজ করেছেন। আর সব সময়ই তাঁর কাছ থেকে অঢেল ভালবাসা পেয়েছি।” পায়েলের এই সমাজ সেবা মূলক কাজকে আমরা সম্মান জানাই।
