নিউজ ডেস্ক ::স্বভাবিক নিয়মেই রাষ্ট্রপতি সংসদে যে ভাষণ দেবেন, তা হবে কেন্দ্রীয় সরকার অনুমোদিত। এবারও তার ব্যতিক্রম হয় নি। যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি বলেন, দ্রুতগতিতে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে। বর্তমান সরকার দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে ৩ গুণ গতিতে কাজ করছে। গত ১০ বছরে মোদি সরকার যে সব প্রকল্প ঘোষণা করেছে এবং তাতে জনমানসে কী কী পরিবর্তন এসেছে, ৫৯ মিনিটের ভাষণে মূলত সেগুলিই তুলে ধরলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, আজকের সরকার বড় বড় সিদ্ধান্ত, নীতি অসাধারণ গতিতে নিতে পারছে। মহিলা, যুবসমাজ এবং কৃষকরা সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। নীতি পঙ্গুত্ব শেষ করে দ্রুতগতিতে এগোচ্ছে দেশ। রাষ্ট্রপতির দাবি, মোদি সরকারের আমলে দেশের গরিবরা সম্মান পেয়েছেন। কেন্দ্র সরকার মহিলাদের ক্ষমতায়নেও বাড়তি নজর দিচ্ছে। দ্রৌপদী মুর্মু বলছেন, “১৪০ কোটি দেশবাসীর সেবা করাটাই আমার সরকারের প্রথম উদ্দেশ্য। বিকশিত ভারত গঠনই আমাদের লক্ষ্য।” রাষ্ট্রপতি যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে বলেন, তা হলো –
- ৩৭০ ধারা বাতিলে উন্নয়নে গতি এসেছে।
- এই সরকারের আমলে ২৫ কোটি মানুষের দারিদ্র দূরীকরণ হয়েছে।
- আয়ুষ্মান ভারতের অধীনে আজ ৭০ বছরের বেশি বয়সিরাও সুবিধা পাচ্ছেন।
- অষ্টম বেতন কমিশন গঠিত হয়েছে।
- ছোট ব্যবসায়ীদের ঋণের ক্রেডিট লিমিট দ্বিগুণ করা হয়েছে।
