নিউজ ডেস্ক ::‘ডিজিটাল ইন্ডিয়া’ এখন অনেক সফল। মোদীজির সেই স্বপ্নকে আরও বেশি বাস্তবে রূপ দেবার জন্য এবার বাজেটে অর্থমন্ত্রীর বিশেষ নজর আছে। গত ২০২৪-২৫ অর্থবছরে প্রযুক্তি সেক্টরে একাধিক ঘোষণা করেছিলেন নির্মলা সিতারমন। বিশেষ করে স্মার্টফোনের ক্ষেত্রে ছিল বড় ঘোষণা। ভারতের মাটিতে মোবাইল ফোন যাতে আরও বেশি করে বানানো হয় সেজন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষণা করা হয়েছিল বিশেষ ছাড়ের। শুধু তাই নয়, স্মার্টফোন সস্তা হবে বলে ঘোষণা করা হয়। একই সঙ্গে মোবাইল চার্জার, মোবাইল প্রিন্টেড সার্কিট ডিজাইন অ্যাসেম্বলি (PCDA) এবং মোবাইল ফোনের উপর যে কাস্টম ডিউটি ছিল তা কম করার কথা বলা হয়েছিল বাজেটে। ১৫ শতাংশ কমানোর ঘোষণা হয়। যার সরাসরি লাভ ক্রেতারা পেয়েছিলেন।
এবারও অর্থাৎ 2025-26 অর্থ বছরের জন্য যে বাজেট পেশ করা হচ্ছে সেখানে বেসিক ডিউটি আরও কমানোর হতে পারে। এতে আরও সস্তা হতে পারে স্মার্ট ফোন। এমনটাই মত বিশ্লেষকদের। স্মার্টফোন নির্মাতারা ইতিমধ্যে আমদানি কর কমানোর দাবি জানিয়েছেন। এই বিষয়েও নির্মলা সীতারমনের বাজেটে দিশা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আর তা হলে আরও সস্তা হতে পারে ভারতে স্মার্টফোন।
গত বাজেটে একাধিক ইলেকট্রনিক্স প্রোডাক্টের দাম বাড়ানো হয়েছিল। এবার এর উলটো পথেই হাঁটতে পারে মোদী সরকার। ফোন ছাড়াও সাধারণ মানুষের ব্যবহৃত বিভিন্ন প্রোডাক্টের দাম কমতে পারে এবারের বাজেটে। ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই ইলেকট্রনিক পণ্যের উপর কর কমানোর দাবি জানিয়েছে সরকারের কাছে। আর এই দাবি যদি সরকার মেনে নেয় তাহলে স্মার্ট টিভি থেকে শুরু করে সস্তা হতে পারে অন্যান্য একাধিক প্রোডাক্ট।
