নিউজ ডেস্ক ::বাজেট মানেই সাধারণভাবে আমরা জানতে চাই কোন কোন জিনিসের দাম কমলো ও বাড়লো। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে প্রবীণ নাগরিকদের জন্যও বড় ঘোষণা রয়েছে। ষাটোর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ এক লক্ষ টাকা ঘোষণা করেছেন নির্মলা। তিনি জানিয়েছেন, ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক। পাশাপাশি, ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন।
এর ফলে দাম কমছে-
১.মোবাইল
২. এলইডি টিভি
৩. ইলেকট্রিক কার
৪. দেশে তৈরি কাপড়
৫. ৩৬টি জীবনদায়ী ওষুধ
৬. বরফজাত মাছ
৮. মেডিক্যাল সরঞ্জাম
৯. ইভি ব্যাটারি
১০. চামড়ার জিনিস
