নিউজ ডেস্ক ::কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে মিলছে চাকরির সুযোগ। সরকারি কর্ম বিনিয়োগ কেন্দ্র অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নিয়মিত যোগাযোগ রাখলে মিলতে পারে চাকরি। আপনার নাম যদি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে লিপিবদ্ধ থাকে তাহলে আপনার কাছে সরকারি উদ্যোগে আছে বড় সুযোগ। সময়ের সঙ্গে বদল হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কর্মপদ্ধতির, আধুনিকীকরণের পাশাপাশি কার্ডের বদলে চালু হয়েছে অনলাইন পোর্টাল, এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কল এর বদলে সমস্ত সরকারি চাকরিতেই প্রতিযোগিতামূলক পরীক্ষা বর্তমানে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, এর সঙ্গে সমঞ্জস্য রেখেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে চালু হয়েছে একগুচ্ছ নতুন সুযোগ সুবিধা। যেমন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য চালু হয়েছে বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ তেমনি কেরিয়ার টক প্রোগ্রামের মাধ্যমে তরুণ প্রজন্মকে কেরিয়ারের বিষয়ে নতুন দিশা দেখানো।
বেসরকারি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনাকে মাথায় রেখে বিভিন্ন প্রাইভেট সংস্থার মাধ্যমে কখনো কখনো জব ড্রাইভ এর মতো প্রোগ্রাম আয়োজন করা হয়। এর মাধ্যমে কর্মপ্রার্থীদের সঙ্গে সংস্থার সেতুবন্ধন করছে রাজ্য সরকারের এই দফতর। বেসরাসরি অনেক সংস্থায় ‘ওয়াক ইন ইন্টারভিউ’তে ডাক পাচ্ছেন অগণিত যুবক-যুবতী।বসিরহাট কর্মবিনিয়োগ কেন্দ্রে এরকম একটি জব ড্রাইভের আয়োজন করা হয় তাতে অংশ নেন সীমান্ত থেকে সুন্দরবন এলাকার বিভিন্ন এলাকার কর্মপ্রার্থীরা।
