নিউজ ডেস্ক ::একদিকে বাংলাদেশকে উস্কে দিচ্ছে আর অন্যদিকে শ্রীনগর সীমান্তে ভারতীয় সেনাদের দিকে গুলি ছুঁড়ছে। অবশ্য কাল বিলম্বিত না করে ভারত তার উত্তর দিয়েছে। বুধবার বিকেলে আচমকাই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনার উপরে হামলা করে পাক সেনা। জম্মু-কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাক সেনা। সেনা সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের মেন্ধের সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাকিস্তানি সেনা। ওই প্রান্ত থেকে ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালানো হয়। পাল্টা জবাবে গুলি চালায় ভারতীয় সেনাও।
ভারতের কোনো ক্ষয় ক্ষতি না হলেও পাকিস্তানের কিছু ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ওদের কতজন সেনা আহত হয়েছে, তা জানা যায়নি। আন্দাজ করা হচ্ছে, বেশ কয়েকজন পাক সেনা আহত হয়েছে গুলিতে। প্রসঙ্গত, দিন দুয়েক আগেই জম্মুর আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে আইইডি বিস্ফোরণে একজন ক্যাপ্টেন সহ দুই সেনা জওয়ান মারা যান। ওই বিস্ফোরণের পিছনেও পাকিস্তানের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে।
২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সাক্ষরিত হয়। এরপর সচরাচর যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি। চলতি বছরে এই প্রথম যুদ্ধবিরতি লঙঘন করল পাকিস্তান।
