নিউজ ডেস্ক ::ভারতের রাজনীতির চিত্র এটাই নে সরকার যা করবে, বিরোধীরা তার বিরোধিতা করবে। কয়েকদিন আগেই কেন্দ্রীয় বাজেট নিয়ে একই ঘটনা ঘটেছিল। এবার রাজ্য বাজেট পেশ হতেই ফেটে পড়লেন বিরোধী নেতা। শুভেন্দু বলেন, যে কর্মসংস্থানের কথা বলে ২০১১ তে ক্ষমতায় এসেছিলেন, ২ কোটি ১৫ লক্ষ বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন মমতা। এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই। মমতা সরকারের ১৫ তম বাজেটে বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী।
রাজ্য সরকার যে দেউলিয়া হয়ে গিয়েছে, তা এই বাজেটেই প্রমাণিত বলে তোপ শুভেন্দুর। বাজেটের বিরোধিতা করে বিধানসভা থেকে ওয়াকআউটও করেন বিজেপি বিধায়করা। রাজ্য বাজেটকে উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও সুন্দরবন বিরোধী বাজেট বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, বাজেটে উত্তরবঙ্গের নদী ভাঙন নিয়ে, চা বাগান ও চা শ্রমিকদের উন্নয়নের কোনও কথাই নেই। একইসঙ্গে কৃষক বিরোধী বাজেট বলেও তোপ বিরোধী দলনেতার। কৃষক বন্ধু প্রকল্প, ফসলের বিমা, সারের ভর্তুকি ও ন্যায্যমূল্যে ফসল কেনা নিয়ে বাজেটে কোনও ঘোষণা নেই বলে মন্তব্য শুভেন্দুর।
