নিউজ ডেস্ক ::গত কয়েকদিন ধরেই আবার একটা মৃদু উত্তুরে বাতাস দিচ্ছে। ফলে সকালের দিকে কিছুটা কিছুটা ঠান্ডা আবার অনুভূত হচ্ছে।
শনিবার সকালে হাওয়া অফিস আপডেটে জানিয়েছে, আগামী কয়েক দিনেও এই তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তাছাড়া শীতের কামব্যাক করারও আর কোনো সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী সপ্তাহ থেকেই আবহাওয়ায় আসতে চলেছে বিরাট পরিবর্তন। জানা যাচ্ছে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়েই রাজ্যের বেশ কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজতে পারে। তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আজ থেকেই তাপমাত্রা কমার সম্ভাবনা ছিল। হাওয়া অফিস সূত্রে খবর কনকনে শীতের আমেজ না ফিরলেও,আগামী দু’দিনে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি করে নামতে পারে। এরপর সোমবার থেকে অবশ্য আরও একবার ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তাই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহের বুধবার থেকেই বৃষ্টি নামতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা কুয়াশাচ্ছন্ন থাকবে।
অন্যদিকে উত্তরের দার্জিলিংয়ের উঁচু পর্বত্য অঞ্চলে অল্পবিস্তার তুষারপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ির মতো জেলাগুলিতে। তবে আগামীকাল আকাশ পরিস্কার থাকার সম্ভাবনা রয়েছে। জানা আছে উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব ছিল। যার জেরে রাজ্যে প্রচুর জলীয় বাষ্পে ঢুকেছে। সেই সাথে দাপট বেড়েছে কুয়াশার। পাশাপাশি শহরাঞ্চলের বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে।
