দেশের শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলোহিঙ্গলগঞ্জের স্কুল

নিউজ ডেস্ক ::এই আনন্দ ধরে রাখা যাবে না। সারা দেশে কয়েল লক্ষ স্কুলের মধ্যে প্রথমে উঠে আসলো হিঙ্গলগঞ্জের কনক নগর সৃষ্টিধর ইনস্টিটিউশন। জাতীয় স্তরে স্বীকৃতি, রাইট টু এডুকেশন অ্যাক্ট কার্যকর করার ক্ষেত্রে শিক্ষার শ্রেষ্ঠত্ব সম্মান ২০২৫ পুরস্কার পেল সুন্দরবনের হিঙ্গলগঞ্জের কনক নগর সৃষ্টিধর ইনস্টিটিউশন। দিল্লির একটি বেসরকারি প্রতিষ্ঠান গোটা দেশের মধ্যে সুন্দরবনের এই স্কুলকে বেছে নিয়েছে। উল্লেখ্য, শিক্ষার অধিকার আইন প্রয়োগের দিক থেকে দেশের মধ্যে সেরা হিসেবে বেছে নেওয়া হল এই স্কুলকে। সুন্দরবন এলাকায় তেমনভাবে শিক্ষার প্রসার যেমন নেই ঠিক তেমনি এই এলাকা থেকে পরিযায়ী শ্রমিকের সংখ্যাও অনেকটাই।

এমন পরিস্থিতি থেকেও সুন্দরবন এলাকার এই স্কুলে স্কুল ছুট ছাত্র-ছাত্রীর সংখ্যা যেমন নেই ঠিক তেমনি প্রতিনিয়ত বেড়ে চলেছে ছাত্রছাত্রীদের সংখ্যা। পাশাপাশি স্কুলের পরিবেশ পরিকাঠামো ও পড়াশোনার উন্নতির জন্য নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি একদিকে শরীরচর্চায় জোর, ক্যারাটে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পড়ুয়ারা সুনাম অর্জন করেছে। পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে জৈব সার ব্যবহার করে স্কুলে উৎপাদিত সবজি মিড ডে মিল ব্যবহার করা হয়। স্কুলে রয়েছে ডিজিটাল ক্লাসরুম সহ নানাবিধ পরিকাঠামো। স্কুলের প্রধান শিক্ষক পুলক রায়চৌধুরী জানান” জাতীয় স্তর থেকে স্বীকৃতি পেয়ে খুবই ভাল লাগছে। এটি যেমন আনন্দের এটিকে ঠিক তেমনি ভাবে ধরে রাখা ও দায়িত্বের। আগামী দিনে আরও সুগম হবে এই আশা রাখি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *