নিউজ ডেস্ক ::নারকেল ডাঙার অগ্নিকান্ডের রেশ কাটার আগেই আবার ভয়ঙ্কর অগ্নিকান্ড সল্টলেকে। সিগারেটের ফুলকি থেকে সারা ঘরে ছড়িয়ে পড়ে আগুন বলে জানা যাচ্ছে। আর সেই আগুনে পুড়ে মৃত্যু হল একজন ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার রাতে সল্টলেকের ডিএ ব্লকে। দোতলা বাড়ির একাংশ পুড়ে যায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। এই ঘটনায় তুমুল আলোড়ন ছড়িয়ে পড়েছে এলাকায়। এদিকে আগুনের ওই লেলিহান শিখায় পড়ে যায় বাড়ির কর্তা দেবর্ষি গাঙ্গুলি (৪৭)। মৃত্যু হয়েছে তাঁর। মঙ্গলবার সকালে এই খবর সামনে আসে। দমকলের প্রাথমিক অনুমান, সিগারেটের ফুলকি থেকেই ঘরের অন্দরে আগুন লেগে যায়। আর তাতেই সব ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু। দমকল দেরিতে আসার অভিযোগ ওঠে। কিন্তু মন্ত্রী বলেন, প্রথমে ঠিকানা ভুল বলায় দমকলের চিনতে সমস্যা হয়েছে।
এই অগ্নিকাণ্ডের সময় বাড়ির কর্তা দেবর্ষিবাবু বাড়ির তিনতলায় ছিলেন। তাঁর স্ত্রী, কন্যা এবং মা দোতলার ঘরে ছিলেন। রাত সওয়া ১০টা নাগাদ সম্ভবত সিগারেটের ফুলকি থেকেই হঠাৎ তিনতলার ঘরে আগুন লেগে যায়। এই আগুনের তাপে দমবন্ধ হয়ে ঘটনাস্থলেই গৃহকর্তার মৃত্যু হয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মুহূর্তে চারিদিকে শোকের ছায়া নেমে আসে।
