প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি লিলুয়ায়

নিউজ ডেস্ক ::রাজ্যজুড়ে হচ্ছেটা কি? শুধুই খুন, জখম, গুলি আর বোমা! এবারের ঘটনা সেই হাওড়ায় যেখানে তিন দিন আগেই এক পুলিশ অফিসারকে হত্যার চেষ্টা করা হয়। তিনি এখন চিকিৎসাধীন। এরই মধ্যে হাওড়ায় ফের ‘শুটআউট’। শুক্রবার ভরসন্ধ্যায় ফের চলল গুলি। হাওড়া লিলুয়ার গোশালায় এক ব্যক্তিকে গুলি লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন রাজেস সিং নামে ওই ব্যবসায়ী। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উত্তর হাওড়ার আইএলএস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে তাকে নিয়ে যাওয়া হয় CMRI হসপিটালে।

হাওড়া লিলুয়ায় ‘ইন্দ্রধনুস আবাসনে’র গেটের সামনে ওই ঘটনা ঘটে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওই আবাসনের ভিতরে একটি জন্মদিনের পার্টি চলছিল, সেই সময় বাইরে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করা হয় বলে অভিযোগ। তাঁর পেটে গুলি লাগে বলে পুলিশ সূত্রের খবর। প্রচুর ব্লিডিং হওয়ার কারণে তাঁর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই রাজেশ সিং এর আগে জেল খেটেছেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে পুরনো খুনের মামলায় জড়িয়েছিল এই রাজেশ সিং-এর নাম। অসামাজিক কাজের সঙ্গেও তাঁর নাম যুক্ত আছে। একসময় জেলও খেটেছিলেন এই রাজেশ সিং। সেই ঘটনার সঙ্গে এদিনের এই গুলি চালানোর ঘটনার যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশের বাহিনী। অপরাধীদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করছে। রাতের পর এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত কমে যায়। সেই সুযোগটাকে কাজে লাগিয়েই দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে মনে করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *