দিল্লিতে সুকান্ত শুভেন্দুর বৈঠক

নিউজ ডেস্ক ::সোমবার দিল্লিতে মন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিক কারণেই এই নিয়ে বড়ো আলোচনা শুরু হয়েছে সর্বত্র। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ভোটের রণকৌশল ঠিক করতে তৎপর রাজনৈতিক দলগুলি। ঘুঁটি সাজাতে শুরু করেছে শাসক ও বিরোধীরা। এই পরিস্থিতিতে সোমবার দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে বৈঠক করলেন রাজ্যের বিজেপি সাংসদরা। তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকে দেখা গেল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সুকান্ত অবশ্য বললেন, শুভেন্দু দিল্লিতে আছেন, সেই কারণেই দুজনের মধ্যে স্বাভাবিক কথা হয়।

এদিন, সুকান্তর বাসভবনে যান শুভেন্দু। সেখানে রাজ্য বিজেপির সাংসদরা ছিলেন। সুকান্ত, শুভেন্দু ও বিজেপি সাংসদরা বেশ কিছুক্ষণ বৈঠক করেন। এদিন বৈঠক শুরুর আগে সুকান্ত বলেন, “মন্ত্রী হওয়ার পর একটা বড় বাড়ি পেয়েছি। দিল্লিতে এটাই এখন রাজ্য বিজেপির অফিস। আমরা ঠিক করেছি, সংসদের প্রতি অধিবেশনে দলের সাংসদদের সঙ্গে একবার করে আলোচনায় বসব। এবার আজকের দিনটি ঠিক করেছি কারণ বিরোধী দলনেতা শুভেন্দুদাও দিল্লিতে এসেছেন। রথ দেখা, কলা বেচা একসঙ্গে হয়ে যাবে। তাঁর উপস্থিতিতে সাংসদরা আলোচনায় বসলে রাজনৈতিক আলোচনাও হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *