অমিত শাহ আপাতত বাংলায় আসছেন না

নিউজ ডেস্ক ::মার্চের শেষে কিছু জরুরী দলীয় কাজ নিয়ে অমিত শাহর বাংলায় আসার কথা ছিল। কিন্তু ঈদ উৎসব থাকায় তিনি সেই ভিজিট বাতিল করেছেন। মার্চের শেষে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহর। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত বাংলায় আসছেন না। মার্চের সফর বাতিল করেছেন তিনি। শনিবার একথা জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মার্চের শেষদিকে অমিত শাহ বাংলায় আসবেন বলে জানিয়েছিলেন। জানা গিয়েছিল, ২৯ মার্চ বাংলায় আসতে চলেছেন শাহ। ৩০ মার্চ দিনভর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল। তবে প্রকাশ্যে সভা করার কথা ছিল না।

আর কয়েক মাসের মধ্যেই ‘২৬ এর নির্বাচন। বিজেপি এবার উঠে পড়ে লেগেছেন বাংলার মসনদ দখল করার জন্য। শনিবার শাহের সফর বাতিলের কথা জানিয়ে সুকান্ত বলেন, “মার্চে অমিত শাহর বাংলা সফর বাতিল হয়েছে। ৩১ তারিখ ইদ রয়েছে। তারই সম্মানে এই সফর তিনি বাতিল করেছেন। কবে উনি আসবেন, সেটা আমরা জানিয়ে দেব। আগামিদিনে নির্বাচন রয়েছে। প্রচুর কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় আসবেন।” অন্যদিকে, বাংলায় বিজেপির সাংগঠনিক নির্বাচন নিয়ে সুকান্ত বলেন, “বিজেপি সাংগঠনিক দল। বেশিরভাগ জেলা সভাপতি ঘোষণা করা হয়ে গিয়েছে। আর ১৮টি জেলায় সভাপতি নির্বাচন বাকি রয়েছে। খুব শীঘ্রই বাকি জেলাগুলিতে জেলা সভাপতি ঘোষণা হয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *