নিউজ ডেস্ক:: IPL -এর উদ্বোধনী ম্যাচে শাহরুখের গলার সেই বিখ্যাত হিরের নেকলেস সবাইকে চমকে দিয়েছে। সেই নেকলেস নিয়ে মানুষের কৌতূহলের অভাব নেই। , শনিবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উঠতেই স্পটলাইটে ঝলমল করে উঠল শাহরুখে সেই নেকলেস। যা কিনা সদ্য পরেছেন বলিউড বাদশা। তবে এই নেকলেস শাহরুখের গলায় এর আগে দেখা গিয়েছে আইফা পুরস্কারের মঞ্চে। তা হঠাৎ এই ডায়মন্ডে মোড়া নেকলেস কেন পরেছেন শাহরুখ? গ্রহ-নক্ষত্রকে হাতের মুঠোয় রাখতে, নাকি শুধুই ফ্যাশন? জানা গিয়েছে, শাহরুখের এই নেকলেসটি তৈরি হয়েছে ১৮ ক্যারেট প্ল্যাটিনাম দিয়ে। যার মধ্যে খোদাই করে বসানো হয়েছে একেকট হিরে।
সূত্রের খবর, লিস্তা নামের এক বিদেশি কোম্পানিই তৈরি করেছে শাহরুখের এই হিরের নেকলেস। যাঁর দাম ৭৫ লাখ টাকা। আর যদি শাহরুখ নিজে এই ডিজাইন পছন্দ করে তৈরি করেন, তাহলে এর দাম বাড়বে দ্বিগুণ। খবর অনুযায়ী, শাহরুখের এই নেকলেস একেবারেই তাঁর নিজের পছন্দ করা ডিজাইনের। কত কয়েক বছরে শাহরুখের ঝুলিতে একের পর এক হিট। পাঠান, জওয়ান তো ব্লকবাস্টার। সিনেমার দিক থেকে শাহরুখের সময় ভালোই। আইপিএলে গতবারের মতো কেকেআরকে চ্যাম্পিয়ন বানাতেই কী এই নতুন নেকলেস পরে তুক করছেন শাহরুখ?
