নিউজ ডেস্ক ::যেহেতু রেডরোডে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ঈদ উৎসব পালন করা হয়, তাই একটি হিন্দুবাদী সংগঠন দাবি করে হনুমান জয়ন্তীর দিন তাদের অনুষ্ঠান করার অনুমতি দিতে হবে। পুলিশ আপত্তি তুললে তারা আদালতে যান। কিন্তু শুক্রবার আদালত স্পষ্টত ওই অনুষ্ঠান করার অনুমতি দেন নি। এদিন বিচারপতি জানান, এই মামলায় হলফনামা আদান প্রদানের প্রয়োজন রয়েছে। রাজ্যকে ৬ সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে। তার দু সপ্তাহের মধ্যে উত্তর দেবেন মামলাকারী। জুলাই মাসে পরবর্তী শুনানি হবে। রেড রোডেই এই কর্মসূচি কেন করতে হবে? অন্য সম্প্রদায় করে বলেই অনুমতি দিতে হবে? এদিন মামলাকারীর আইনজীবীকে এমনই প্রশ্ন করেন বিচারপতি।
প্রসঙ্গত, ১২ এপ্রিল শনিবার রেড রোডে হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কর্মসূচি করতে চায় হিন্দু সেবা দল। ভোর ৫ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত হনুমান চালিশা পাঠ করতে চায় হিন্দু সেবা দল। ৩০০০ ব্যক্তিকে নিয়ে কর্মসূচি করতে চান তারা। মামলাকারীর দাবি, ইতিমধ্যেই সেনা অনুমতি দিয়েছে। যদিও বিচারপতির প্রশ্ন, “কবে থেকে রেড রোডে এই অনুষ্ঠান হয়?” জবাবে মামলাকারীর আইনজীবী জানান, “এবারই প্রথম হচ্ছে। অন্য ধর্মাবলম্বী মানুষেরাও রেড রোডে ধর্মীয় কর্মসূচি পালন করেন।” রেড রোডের ইদের অনুষ্ঠান নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলাকারীর উদ্দেশ্যে জানান, “আপনি কি ঐ অনুষ্ঠানের ইতিহাস জানেন? ১৯১৯ খিলাফত আন্দোলনের সময় থেকে ওই অঞ্চলে ওই অনুষ্ঠান হয়ে আসছে। আগে ওই অনুষ্ঠান শহিদ মিনারে হতো। জল জমার সমস্যার কারণে সেটা রেড রোডে পরিবর্তন করা হয়, সম্ভবত ১৯৯৮ বা ১৯৯৯ সালে। ১০০ বছর ধরে এই কর্মসূচি হয়ে আসছে।”
