সোহানের শূন্যস্থান পূরণ করতেঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে এল নতুন অতিথি

নিউজ ডেস্ক ::মাসখানেক আগেই ঝড়খালিতে বার্ধক্য জানিত কারণে মৃত্যু হয়েছিল বাঘিনী সোহানের। তারপর থেকেই সেখানে বাঘিনী আনার একটা পরিকল্পনা ছিল। শুক্রবার রাতে আলিপুর চিড়িয়াখানা থেকে একটি নতুন বাঘিনীকে নিয়ে যাওয়া হয় ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। মাস খানেক আগে এই পুনর্বাসন কেন্দ্রে বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয় সোহান নামে একটি বাঘের। সোহানের মৃত্যুর পর সুন্দর ও সোহিনী নামে আর দুটি বাঘ রয়েছে ঝড়খালি বন্যপ্রাণ পার্কে। এবার সোহানের ফাঁকা এনক্লোজারের পূরণের জন্য জায়গা পেল নতুন বাঘিনী। বন দফতর সূত্রের খবর, আনুমানিক বছর ১o বয়স হবে এই বাঘিনীর। মাস তিনেক আগে কুলতলির চুলকাটি জঙ্গল থেকে ধরা পড়ে সে।

আলিপুর চিড়িয়াখানায় চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হল ঝড়খালিতে। ডিএফও নিশা গোস্বামী বলেন, “আপাতত এই বাঘিনী ঝড়খালিতেই থাকবে। মাস তিনেক আগে চুলকাটি জঙ্গল থেকে ধরা হয়েছিল একে। অসুস্থ থাকায় আলিপুর চিড়িয়াখানায় রেখে শুশ্রূষা করা হয়। সুস্থ হওয়াতে ঝড়খালি আনা হল।” সুন্দরবন ভ্রমণে এসে পর্যটকরা জঙ্গলে বাঘের দেখা না পেলেও এই ঝড়খালিতে এসে বাঘের দেখা পান। ফলে সোহানের মৃত্যুতে পর্যটকরা হুতাশ হয়েছিলেন। তবে নতুন বাঘিনী আসায় খুশি সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *