আইপিএলে নতুন ইতিহাস তৈরী করলেন মহেন্দ্র সিং ধনি

নিউজ ডেস্ক ::ধনি মানেই রেকর্ড, ধনি মানেই নতুন ইতিহাস তৈরী করা। তেমনই এক অসাধারণ ইতিহাস তৈরী করলেন সোমবার রাতে। টুর্নামেন্টে ২০০টি আউট করা প্রথম খেলোয়াড় হয়েছেন তিনি। এই তালিকায় ধোনির ধারেকাছে কেউ নেই। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। সোমবার (১৪ এপ্রিল) লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচেও মাহি জাদু দেখিয়েছেন। একটি ওয়াইড বলেও তিনি একটি উইকেট নিয়েছেন। সেই সঙ্গে আইপিএলে লিখেছেন ইতিহাস।

ধোনির স্টাম্প করার ধরন সব সময়েই দুর্দান্ত। ধোনি তো এদিন শুধু স্টাম্প নয়, দুর্দান্ত ছন্দে রানআউটও করেছেন। প্রথমে তিনি আয়ুষ বাদোনিকে স্টাম্প আউট করেন। তার পর আব্দুল সামাদকে ক্ষিপ্র গতিতে রান আউট করেন। প্রসঙ্গত, তিনি সামাদের এই উইকেটটি নিয়েছেন একটি ওয়াইড বলে। ১৪তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে আয়ুষ বাদোনিকে স্টাম্প আউট করে ধোনি বড় মাইলফলক স্পর্শ করেন। আইপিএলের ইতিহাসে ২০০টি আউটের রেকর্ড করা প্রথম খেলোয়াড় হয়েছেন। অভিজ্ঞ উইকেটরক্ষক উইকেটের পেছনে বিদ্যুতের গতিতে স্টাম্প করেন আয়ুষকে। টিভি আম্পায়ার নিশ্চিত করেন যে, ধোনির গ্লাভস পুরোপুরি স্টাম্পের পিছনে ছিল। অর্থাৎ আউট হন বাদোনি। এই নিয়ে আইপিএলে তিনি ৪৬টি স্টাম্প আউট করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *