নিউজ ডেস্ক ::কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগদান করতে চলেছেন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন ওরফে মধূ। সোমবার দলবিরোধী কাজের অভিযোগে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওরফে মধুকে কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয় বলে জানাযায়। মঙ্গলবার দুপুরে দলত্যাগ করে মধু আবার তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন বলে সূএের খবর।
২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রতীকে নওদা থেকে জেলা পরিষদ আসনে জেতেন তিনি। জিতে কর্মাধ্যক্ষও হন। তবে ২০১৬ সালে কংগ্রেসের সিংহভাগ সদস্যকে দলে টেনে জেলা পরিষদ দখল করে তৃণমূল। সেই সময়ই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন মোশারফ হোসেন। তৃণমূলের জেলা পরিষদ দখলের নেপথ্যে তাঁর বড় ভূমিকা ছিল বলেই দাবি রাজনৈতিক মহলে। ২০১৮ সালের সেপ্টেম্বরে তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি হন মোশারফ হোসেন মধু। তবে শুভেন্দু অধিকারীর তৃণমূল ত্যাগের সঙ্গে সঙ্গেই মোশারফ হোসেনের সঙ্গেও তৃণমূলের দূরত্ব বাড়ে।
একুশের বিধানসভা ভোটের আগে, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি বহরমপুর টেক্সটাইল কলেজের মোড়ে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফেরেন মোশারফ হোসেন। ২০২১ সালের ২০ মে অবধি ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি পদে। কংগ্রেসে ফেরার পর দলে বাড়তি গুরুত্বও পান মধু। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে নওদা থেকে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েন মোশারফ হোসেন। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে নওদায় তাঁর নেতৃত্বেই তৃণমূলের বিরুদ্ধে লড়ে কংগ্রেস। তবে বেশ কয়েক মাস ধরেই দলের সাথে দূরত্ব বাড়াচ্ছিলেন মোশারফ হোসেন। এবার অবশেষে, ফের দলত্যাগ। মঙ্গলবারে তৃণমূলে ফিরছেন মধূ বলে জানাগিয়েছে।
