নিউজ ডেস্ক ::সম্প্রতি এক খুনের কিনারা করতে গিয়ে পুলিশ এক বড়ো নীল ড্রামের সন্ধান পায়। সেই ঘটনাকেই আবার শিরোনামে আনা হলো উত্তর প্রদেশে। মার্চেন্ট নেভি অফিসার স্বামী সৌরভ রাজপুতকে খুন করে স্ত্রী মুসকান রাস্তোগি এখন গরাদের ওপারে। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করে দেহ টুকরো করে নীল ড্রামে ভরে দিয়েছিলেন বলে অভিযোগ। এই ঘটনায় শিরোনামে উত্তরপ্রদেশের মিরাট। নেট দুনিয়ায় চর্চায় নীল ড্রাম। এই বিষয়টি অনেকের কাছেই রীতিমত আতঙ্ক হয়ে উঠেছে।
সেই নীল ড্রামই নবদম্পতিকে উপহার দিয়ে চমকে দিল বন্ধুরাই! কিন্তু এই ঠাট্টায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। দিন দুয়েক আগেই একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন নবদম্পতি। নিমন্ত্রিতরা তাঁদের হাতে এসে উপহার দিচ্ছেন। সকলের সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন দু’জনে। এরপরই আগমন ঘটে বন্ধুদের। একটি নীল ড্রাম নিয়ে মঞ্চে উঠে আসেন তাঁরা। উপহার হিসাবে নবদম্পতিকে দেন। ধীরে ধীরে বিষয়টি বুঝতে পারেন দু’জনে। ড্রামটি হাতে নিয়ে হাসতে শুরু করেন কনে। ভিডিওটি উত্তরপ্রদেশের হামিরপুরের বলেই খবর।
