কোনো মাদ্রাসায় নির্বাচনী বুথ করা যাবে না – দাবি শুভেন্দুর

নিউজ ডেস্ক: বুধবার শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির একদল নেতা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন। তাঁর দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে কোনও মাদ্রাসায় বুথ তৈরি করা যাবে না। একই সঙ্গে যে সব জায়গায় যে সব জায়গায় হিন্দুদের মুসলিম মহল্লার ভিতর দিয়ে বুথে যেতে হয় সেখানে অতিরিক্ত বুথ তৈরি করতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মোথাবাড়ি, সামসেরগঞ্জ, ধুলিয়ান দেখার পর রাজ্যের হিন্দুরা মুসলিম মহল্লার ওপর দিয়ে ভোট দিতে যেতে নিরাপদ বোধ করছেন না। শুভেন্দু জোরালো দাবি তোলেন কোনো মাদ্রাসায় ভোট কেন্দ্র করা যাবে না।

সাংবাদিকদের শুভেন্দু বলেন, যে সব জায়গায় মাদ্রাসায় বুথ আছে, বদল করতে হবে। ধুলিয়ান, সামসেরগঞ্জ, মোথাবাড়ি দেখার পরে হিন্দু ভোটাররা মুসলিমবহুল এলাকায় অবস্থিত মাদ্রাসাগুলিতে ভোট দিতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছেন। যে সব মিশ্র এলাকা রয়েছে সেখানে মুসলিম মহল্লার ওপর দিয়ে হিন্দুরা বুথকেন্দ্রে গেলে আক্রান্ত হবেন। ২০২১, ২০২৪ এর নির্বাচনে এই ধরণের ঘটনা ঘটেছে। আমরা মোথাবাড়ি, সামসেরগঞ্জ দেখার পরে হিন্দুদের মুসলিম মহল্লার ওপর দিয়ে যাতে ভোট দিতে যেতে না হয় সেজন্য অতিরিক্ত বুথ তৈরির দাবি করেছি। এখন দেখার নির্বাচন কমিশন কোন সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *