উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ – পাশের হার ৯০. ৭৯ শতাংশ

নিউজ ডেস্ক: নির্ধারিত সময় সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করা হলো উচ্চমাধ্যমিক পরীক্ষার। পাশ করেছে ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। পাশের হার ৯০.৭৯ শতাংশ। গতবার ছিল ৯০ শতাংশ। তারমধ্যে ছেলেদের পাশের হার ৯২.৩ শতাংশ। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮.১২ শতাংশ। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা যদিও অনেকটাই বেশি ছিল। কিন্তু পাশের হারে এগিয়ে ছেলেরা। ২৩ জেলার মধ্যে ১০ জেলায় পাশের হার ৯০ শতাংশের উপরে। শীর্ষে পূর্ব মেদিনীপুর। ৯৫.৭৪ শতাংশ। উত্তর ২৪ পরগনা ৯৩.৫৩ শতাংশ। কলকাতা তৃতীয়। ৯৩.৪৩ শতাংশ। চতুর্থ দক্ষিণ ২৪ পরগনা। পঞ্চম পশ্চিম মেদিনীপুর। ষষ্ঠ কালিম্পং। সপ্তম নদিয়া, অষ্টম হওড়া, নবম হুগলী, দশম বীরভূম। ৬০ শতাংশের বেশি (পুরনো নিয়মে ফার্স্ট ডিভশন) পেয়েছে ৪৮.৩৮ শতাংশ। ৭০ শতাংশের বেশি পেয়েছে ২৫.৬৬ শতাংশ। ৭৫ শতাংশের বেশি ( পুরনো নিয়ম অনুযায়ী স্টার মার্কস) পেয়েছে ১৬.৯৯ শতাংশ। ৮০ শতাংশের বেশি ১০.২৫ শতাংশ। ৯০ শতাংশের বেশি ১.৬৯ শতাংশ।

উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৭২ জন। প্রথম রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। ৪৯৭ নম্বর পেয়েছে রূপায়ন। ৯৯.৪ শতাংশ। দ্বিতীয় স্থানেও একজন। তুষাঢ় দেবনাথ। কোচবিহারের বক্সিরহাট হাইস্কুলের ছাত্র। খাতায় ৪৯৬। তৃতীয় স্থানে রাজর্ষি অধিকারী। খাতায় ৪৯৫। হুগলির আরামবাগ হাইস্কুলের ছাত্র। ৯৯ শতাংশ। চতুর্থ স্থানে সৃজিতা ঘোষলা। সোনামুখী গার্লস হাইস্কুল। ৯৮.৮ শতাংশ নম্বর নিয়ে সে পেয়েছে ৪৯৪। হুগলি থেকে ১৪ জন স্থান পেয়েছেন ৭২ জনের মেধাতালিকায়। বর্ধমান থেকে ৭ জন। কোচবহিার থেকে ৬ জন। বাঁকুড়া থেকে ৫ জন। বীরভূম থেকে ৫ জন। পূর্ব মেদিনীপুর থেকে ৫ জন। উত্তর ২৪ পরগনা, কলকাতা থেকে ৪ জন। পশ্চিম মেদিনীপুর থেকে ৩ জন। আলিপুরদুয়ার থেকে ৩ জন। মুর্শিদাবাদ থেকে ২ জন। দক্ষিণ দিনাজপুর, হাওড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, নদিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম থেকে ১ জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *