প্রায় কুড়ি ঘন্টা পর উদ্ধার হল টাঙ্গন নদীতে তলিয়ে যাওয়া দাদু ও নাতির দেহ

0 0
Read Time:1 Minute, 30 Second

ধ্রুবজ্যোতি মহন্ত, দক্ষিণ দিনাজপুর: প্রায় কুড়ি ঘন্টা পর উদ্ধার হল টাঙ্গন নদীতে নৌকা ডুবি হয়ে তলিয়ে যাওয়া দাদুর নাতির মৃতদেহ। উল্লেখ্য গতকাল বংশীহারী ব্লকের শিশুপুকুর এলাকায় গ্রামের 8 জন মিলে একত্রে ডিঙ্গি নৌকায় চড়ে টাঙ্গন নদী পারাপারের সময় মাঝ নদীতে উল্টে যায় ডিঙ্গি নৌকাটি।
ঘটনায় ছয় জন সাঁতরে প্রাণে বাঁচলেও বর্ষার গভীর জলে নদীতে তলিয়ে যায় দাদু মুন্ডা সোরেন ও নাতি আকাশ হাঁসদা। ঘটনার পর থেকেই পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট বাহিনী ও সিভিল ডিফেন্স বাহিনী,ও পশ্চিমবঙ্গ সরকারের জল বাহিনীর সদস্যরা একত্রে টাঙ্গন নদীতে চিরুনি তল্লাশি চালানোর পর মঙ্গলবার সকালে নদীর জল থেকে উদ্ধার হয় দাদু মুন্ডা সোরেন ও নাতি আকাশ হাঁসদা র মৃতদেহ। জানাযায় এইদিন বংশীহারী থানার পুলিশের তরফে মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট মর্গে পাঠানো হবে

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!