রাজ্যের বিরুদ্ধে কেন্দ্র পক্ষপাতমূলক আচরণ করছে, কল্যাণ

0 0
Read Time:2 Minute, 5 Second

নিউজ ডেস্ক: রাজ্যের ডিজি এবং মুখ্য সচিবকে তলব করায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি লিখে প্রতিবাদ জানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।একইসঙ্গে তিনি অভিযোগ করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

সাংবিধানিক অধিকারের বাইরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ এ রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে ডেকে পাঠানো হয়েছে, বলে অভিযোগ তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠির মাধ্যমে বোঝাতে চেয়েছেন রাজ্যের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ কখনো বরদাস্ত নয়। তিনি আরও লিখেছেন,” বিজেপি নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর নির্দেশে বিপজ্জনকভাবে সমস্ত আইনকে অবমাননা করা হচ্ছে। আপনারা প্রতিটি পদক্ষেপে ক্ষমতার অপব্যবহার করছেন। আপনারা একটা কথা মনে রাখবেন আপনারা কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নন।”

চিঠিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,” বিজেপির সর্বভারতীয় সভাপতি নিরাপত্তায় রাজ্য যথেষ্ট সজাগ ছিল। জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া সত্বেও বিজেপি সভাপতির গাড়ির পেছনে অন্তত ৫০ টি গাড়ি এবং বাইক ছিল বলেও অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন,” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কখনোই রাজ্যের দুই শীর্ষ আমলাকে এইভাবে ডেকে পাঠাতে পারে না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!