ভুবন ময় ভানু

0 0
Read Time:2 Minute, 17 Second

দেবশ্রী মুখার্জী : ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ উজ্জ্বল হল তথ্যচিত্র’ভুবন ময় ভানু’এর মধ্যে দিয়ে।’ কলকাতা ২৬ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ রবীন্দ্র সদনে তথ্যচিত্রটি দেখানো হয়। হাস্যরসিক এর জীবনের বিভিন্ন দিক উঠে এসেছে এই তথ্য চিত্রের মাধ্যমে। ‘সাম্যময় বন্দ্যোপাধ্যায়’
আসল নাম হলেও অভিনয় জগতে তিনি ছিলেন ভানু বন্দোপাধ্যায়। জীবনের বেশির ভাগ সময় কেটেছে স্টুডিও পাড়ায়। সিনেমা ছাড়া কিছুই তিনি বুঝতেন না। বাড়িতে সব সময় সিনেমা নিয়ে কথা বলতেন। ইলিশ মাছ তার খুব প্রিয় ছিল। বিশেষ করে ভাজা ইলিশ মাছ গরম ভাতে খেতে তিনি খুব ভালোবাসতেন। এছাড়াও কই, টেংরা,পাঁঠার মাংস ছিল তার প্রিয়। শুধু সিনেমা নয় খেলার প্রতি ছিল অদম্য ভালোবাসা। খেলার মাঠে ইস্টবেঙ্গল এর বিপক্ষে ঝগরা করতেন তিনি।

ছবি : সোহম মুখার্জি


‘ভুবন ময় ভানু’তথ্যচিত্রটি ‘লা উৎসব’ নামক সংস্থা নির্মাণ করেন। এই সমস্ত সদস্যগন হলেন, শর্মিষ্ঠা চক্রবর্তী, দীপঙ্কর চট্টোপাধ্যায় ও কৃশ ঘোষ।
এই বিষয়ে আজকে সাংবাদিক বৈঠক হলো নন্দনে। উপস্থিত ছিলেন-সাহেব চট্টোপাধ্যায়, শুভাশীষ মুখার্জি, সৈকত মিত্র, সুদেষ্ণা রায় ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তারা জানান, এই তথ্যচিত্রে রয়েছে সেইসব বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য যারা ভানু বন্দোপাধ্যায় সাথে খুবই ঘনিষ্ঠ ছিলেন।
আশা করাই যায় এই তথ্যচিত্রটি হাস্যরসিক ভানু বন্দোপাধ্যায় কে মানুষের মনে পুনরুজ্জীবিত করবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!