লাদাখ সীমান্ত দিয়ে আবারও বৈঠকে ভারত চীন

0 0
Read Time:2 Minute, 6 Second

নিউজ ডেস্ক: দীর্ঘ আট মাস ধরে উত্তপ্ত হয়ে আছে ভারত চীন সীমান্ত অঞ্চল। দুই দেশের সেনা লাদাখ সীমান্তে চরম ঠান্ডাকে হার মানিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার জেরেই আজ আবার বৈঠকে বসতে চলেছে ভারত – চীন। এই নিয়ে নবম দফার বৈঠকে বসবে ভারত-চিন৷ দুই দেশই সীমান্তরেখা বরাবর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী নিষ্ক্রিয়করণের জনই মূলত আজ আলোচনায় বসা৷

শনিবার থেকে রাফাল যুদ্ধবিমানে ভারত-ফ্রান্সের যৌথ মহড়া শুরু হল৷ এদিন দীর্ঘ কয়েক মাস ধরে চলা পূর্ব লাদাখের ভারত-চিন সীমান্তের অশান্তির প্রসঙ্গে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারতের অবস্থান জানতে চাওয়া হয়েছিল৷ তার উত্তরে ভারতীয় বিমান বাহিনীর প্রধান চিফ অফ এয়ার স্টাফ, এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদোরিয়া বলেন, “চিন আগ্রাসন দেখালে, আমরাও আগ্রাসী হব। চিনা সৈন্য শক্তি বাড়িয়েছে, তবে আমরাও সেই মত যাবতীয় পদক্ষেপ নিয়ে রেখেছি৷ সুতরাং ভাদোরিয়া র বক্তব্য অনুসারে স্পষ্ট যে, ভারতও প্রস্তুত আছে।

দুই দেশের লক্ষ্য আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। গালওয়ানের সংঘর্ষের পর আর রক্তপাত চায় না দুই দেশই। যা বোঝা যাচ্ছে, এই মুহূর্তে ভারতের পাশে আমেরিকা, ইজরায়েল ছাড়াও আছে ফ্রান্স। কিন্তু চিন যতদিন না নিজেদের সৈন্য প্রত্যাহার করছে, ততদিন ভারতও এক চুল সরবে না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!