ফিল্ম ফেয়ারে পুরস্কার পেল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি

0 0
Read Time:3 Minute, 34 Second

নিউজ ডেস্ক: হয়ে গেল চলতি বছরের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। যেখানে বহু যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা পুরস্কৃত হয়েছেন। এমনকি ক্যান্সারের কারণে মৃত্যুর পরে সেরা অভিনেতা অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ইরফান খান (আংরেজি মিডিয়াম)। ইরফান খানের মতো প্রথম সারির অভিনেতার পুরস্কার হয়তো একটু দেরি হয়ে গেল তার পেতে। জীবিত অবস্থায় এই পুরস্কার পেলে হয়তো ওনার থেকে বেশি কেউ খুশি হতো না।

সেরা ছবি হিসাবে সম্মান পেল তাপসী পান্নু অভিনীত সিনেমা থাপ্পড়। সেরা অভিনেত্রীরও শিরোপা পেলেন তাপসী পান্নু (থাপ্পড় সিনেমার দরুণ)। সমালোচকদের নজরে সেরা ছবি হওয়া উচিত ছিল Eeb Allay Ooo, প্রতীক ভাট অভিনীত। সেরা কোরিওগ্রাফারের অ্যাওয়ার্ড পেলেন ফারহা খান (সুশান্ত সিং অভিনীত দিল বেচারা ছবির জন্য) যদিও এই পুরস্কারের কৃতিত্ব সুশান্তকেই দিলেন ফারহা খান। সমালোচকদের বিচারে সেরা অভিনেতা অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো সিনেমার জন্য)। সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর সম্মান গেল তিলোত্তমা সোমের কাছে (স্যার সিনেমার জন্য)। সেরা পরিচালকের শিরোপা পেলেন ওম রাউত (তানাজি : দ্য আনসাং ওয়ারিয়ার্স)। একই সিনেমা থেকেই সেরা সহ অভিনেতার শিরোপা পেলেন সইফ আলি খান। সেরা সহ অভিনেত্রী হলেন ফারুক জাফার (গুলাবো সিতাবো)।

সেরা মিউজিক অ্যালবাম পুরস্কার পেল লুডো (প্রীতম)। এবং সেরা গীতিকারের সম্মান পেলেন গুলজার (ছপাক)।সেরা প্লেব্যাক সিঙ্গার পুরুষ হিসাবে নির্বাচিত হলেন রাঘব চৈতন্য (পুরুষ) (এক টুকরা ধূপ, থাপ্পড়)। সেরা প্লেব্যাক সিঙ্গার মহিলা হিসাবে নির্বাচিত হলেন অসীস কৌর মলং টাইটেল ট্রাকের জন্য।

শর্ট ফিল্ম এর মধ্যে অ্যাওয়ার্ড পেল, সেরা শর্ট ফিল্ম ( নন ফিকশন) ব্যাকইয়ার্ড ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারি। শর্ট ফিল্মে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন পূর্তী সাভারদেকার। শর্ট ফিল্মে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অর্ণব আবদাগিরে। ওদিকে জনপ্রিয়তার বিচারে সেরা শর্ট ফিল্ম উপহার পেল দেবী। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী কাজল। (পরিচালনায় প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়)। সেরা ফিকশন শর্ট ফিল্ম এর শিরোপা গেল অর্জুন এর কাছে (অভিনয়ে শিবরাজ ওয়াইচাল)।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!