ইয়াসের প্রভাবে উত্তাল বাংলাদেশ

0 0
Read Time:1 Minute, 41 Second

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াসের জেরে ভয়াবহ অবস্থা বাংলাদেশে। সুন্দরবন উপকূলবর্তী গ্রামগুলিতে জল ঢুকে গিয়েছে এবং নদীর জলের ঢেউ ৪ – ৫ ফুট বেড়ে গিয়েছে। ক্ষয় ক্ষতি এড়াতে বাংলাদেশের নদী গুলিতে নৌ পরিবহন ব্যবস্থা এবং লোক যাতায়াত মৎস্যজীবীদের বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রায় সতর্কতা জারি করা হয়েছে। উত্তর পশ্চিম দিকের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। উপজেলার প্রায় এখনো পর্যন্ত ৩০ টি গ্রাম প্লাবিত হয়েছে। বাঁধ পেরিয়ে জল ঢুকে প্রায় গ্রামগুলিকে প্লাবিত করে তুলেছে।

বুড়িগোয়ালিনী, গাবুরা, মুন্সিগঞ্জ, পদ্মপুকুরের উন্নয়ন বোর্ডের অন্তর্গত ৪৩ টি পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। প্রশাসনের তৎপরতায় বহু মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে। ১৪৫ টি নিরাপদ আশ্রয়স্থল, ১৫০০ টি স্কুল, কলেজ প্রস্তুত রাখা হয়েছে মানুষের জন্য। সকাল থেকেই ৮০ – ১০০ কিমি বেগে দমকা হওয়া বইছে। আবহাওয়া অফিস সূত্রে বাংলাদেশের পূর্বাভাস দেওয়া হয়েছে, ১৬৫ – ১৯০ কিমি বেগে ঘূর্ণিঝড় বইতে পারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!