রাজ্য সরকারের প্রশংসায় দিলীপ ঘোষ

0 0
Read Time:2 Minute, 32 Second

নিউজ ডেস্ক: শেষমেষ রাজ্য সরকারের প্রশংসা করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় রাজ্য সরকার যে ভূমিকা গ্রহণ করেছিল সেই নিয়ে প্রশংসা করেছেন তিনি। দিলীপ ঘোষ জানিয়েছেন, গত বছরের আম্ফান ঘূর্ণিঝড় এর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকারের যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করেছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার মানুষকে সচেতন করার কাজ যথেষ্ট দায়িত্বের সঙ্গে। এবং জোরকদমে চালিয়েছে প্রচার কাজ। তবে এই তৎপরতা কাজ কতটা সফল হল তা ঝড় পেরিয়ে গেলে তবেই বোঝা যাবে। তবে এখনো পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী সমস্ত কিছু সঠিক আছে বলেই জানা গিয়েছে। তবে বহু নদী বাঁধ ভেঙে গিয়েছে। গ্রামে জল ঢুকেছে হু হু করে।

মূলত ইয়েস ঘূর্ণিঝড়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে এদিন দিলীপ ঘোষ বুঝিয়ে দিতে চাইলেন তারা রাজ্যের প্রধান বিরোধীদল হয়েও বিরোধিতার জন্য রাজ্য সরকারের বিরোধিতা করতে চান না। আরো জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় যথেষ্ট তৎপরতা দেখিয়েছেন রাজ্য সরকার। আমরাও রাজ্যকে সমস্ত রকমের সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত। রাজনৈতিক মহলের মতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মূলত সরকারের প্রশংসা করে বাংলার মাটিতে বিজেপির অবস্থানকে আরো একটু শক্ত করে নিতে চাইছেন। তিনি আরো জানিয়েছেন, রাজ্য সরকারের ইয়াস মোকাবিলায় ভালো কাজ করেছে। কিন্তু সে কাজে কোনো খামতি রয়েছে কিনা তা বোঝা যাবে, ইয়াস চলে গেলে। যেখানে দাঁড়িয়ে এটা স্পষ্ট যে ইয়াস নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় কোন ত্রুটি পেলে তার সমালোচনা করতেও পিছপা হবে না বিজেপি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!