পলাশপাই খালে বাড়ছে পানার চাপ, ভাঙতে পারে নদীর ওপরের একাধিক সেতু

0 0
Read Time:1 Minute, 59 Second

নিউজ ডেস্ক: ফের একবার সমস্যার সম্মুখীন হতে পারেন দাসপুর-২ ব্লকের একাধিক গ্রামের মানুষজন। সূত্র মারফত জানা গিয়েছে ২৪ জুন বৃহস্পতিবার রাত থেকেই হঠাৎ পলাশপাই খালে জলের স্রোত এর সাথে ভেসে আসছে কচুরি পানার ঝাঁক।

আর এতেই আতঙ্কিত নদীর দুই পাড়ের মানুষজন। তবে পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বৃহস্পতিবার সারা রাত জেগে পলাশ পাই খালের ওপর তৈরি দুটি কাঠের সেতুর নীচে আটকে যাওয়া কচুরি পানা সরিয়ে দেওয়া হচ্ছে।

২৭ জুন রবিবার দাসপুর-২ ব্লকের আজুরিয়া ও চকসুলতান গ্রামের দুটি কাঠের সেতুর নীচে থেকে পানা সরাতে তৎপর স্থানীয় প্রশাসন। তবে পানা সরিয়ে কাঠের সেতু রক্ষা করা গেলেও চিন্তা রয়েছে বাঁশের সাঁকো গুলিকে নিয়ে। এই দুটি কাঠের সেতু ছাড়াও আরো অনেকগুলো বাঁশের সাঁকো রয়েছে ওই একই খালে সেগুলি এতটাও মজবুত নয়।
সেগুলির কী হবে? যদিও সব ক্ষেত্রেই প্রশাসন তৎপরতার সাথে কাজ করছে তবে এর শেষ কি তা বোধহয় কারো জানা নেই। কারণ এর আগেও বেশ কয়েকবার সাঁকো রক্ষা করেছে স্থানীয় প্রশাসন, আবার কয়েকবার পানার চাপে সাঁকো ভেঙে যাওয়া দেখে দর্শক হয়েছে প্রশাসন।

তবে প্রতিবারই আপ্রান চেষ্টা করা হয় সাঁকো গুলিকে রক্ষা করার জন্য। তবে এবারে কি হবে তা একমাত্র সময়ই বলতে পারবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!