অধিবেশন চলা কালীন বিধানসভা ওয়াক আউট করলেন বিজেপি বিধায়কেরা

0 0
Read Time:2 Minute, 18 Second

নিউজ ডেস্ক: বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন। কিন্তু বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনেও উত্তপ্ত বিধানসভা। বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকার বনাম বিরোধী দলের মধ্যে শুরু হয় বচসা। তার পরই অধিবেশন ওয়াক আউট করে বেরিয়ে আসেন বিজেপি বিধায়কেরা। বেরিয়ে এসেই সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, এমন দলদাস স্পিকার দেখিনি। বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছেন। এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। একজন মুখ্যমন্ত্রী বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন। তাঁর দল জিতেছে। যিনি তাঁকে হারিয়েছেন, তিনি বিরোধী দলনেতা হয়েছে। একথা বিধানসভায় বলা যাবে না! মমতার চোখে ইশারায় রে রে করে উঠলেন তৃণমূল বিধায়করা।

শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, বিধানসভায় তৃণমূল বিধায়কদের হইচই, আক্রমণ প্রতিহত করার ক্ষমতা বিজেপি বিধায়কের আছে। আচমকা বিধানসভা অধিবেশন চলাকালীন ওয়াকআউট করার কারণ জানতে চাওয়া হলে, শুভেন্দু অধিকারীর জানিয়েছেন, স্পিকার বিরোধীদের সংরক্ষণ দেবেন, আইন মেনে চলবেন। তাঁর শাসকদলের প্রতি, যে দলের প্রতীকে জিতেছেন, সেই দলের প্রতি দূর্বলতা প্রকাশ পেয়েছে। সেকারণেই আমরা বিধানসভা বয়কট করলাম। আমরা সাধারণ মানুষকে জানাতে চাই, বিধানসভাতেও বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!