মুখ্যমন্ত্রীর স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়লো দেশের বিভিন্ন কোনায়

0 0
Read Time:3 Minute, 0 Second

নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আবারও জাতীয় স্তরে পৌঁছে গেল। সম্প্রতি রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা, জ্ঞানার্জনের জন্য যাতে কোনও সমস্যা না থাকে তাদের পথ যেন আরও মসৃণ হয়ে ওঠে তার জন্য এই প্রকল্প তিনি চালু করেছেন। কিন্তু এই প্রকল্প শুধুমাত্র বাংলাতেই সীমাবদ্ধ রইলো না বাংলার সীমানা পেরিয়ে গেল। এবার প্রকল্প বাংলার বাইরে বিভিন্ন রাজ্য থেকে একাধিক ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন এসেছে। সরকারি সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে আবেদন যাচাই এরপরই ঋণ পাওয়া যাবে।

উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে কোনভাবে বাধা না থাকে দরিদ্র ছাত্রছাত্রীদের তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প। এই কার্ডে পড়ুয়ারা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা ঋণ পাবে। পরে উপার্জন সক্ষম হলে সেই ঋণ তারা ধীরে ধীরে সব দেবে। কিন্তু এর জনপ্রিয়তা এতটাই যে তা দেশের বিভিন্ন কোনায় পৌঁছে গেল।

উচ্চ শিক্ষা দপ্তর জানা গিয়েছে যে, এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্য থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেওয়ার জন্য ১২ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। তার মধ্যে কর্ণাটক থেকে এসেছে ৭৫০০, উড়িষ্যা থেকে ৯০০, তেলেঙ্গানা থেকে ৩০০ অন্ধ্রপ্রদেশ থেকে ৬০০, মহারাষ্ট্র থেকে ৩৫০, উত্তর প্রদেশ থেকে ৩৩০, দিল্লি থেকে ২০০, তামিলনাড়ু থেকে ২৮০ জন পড়ুয়া আবেদন জানিয়েছে। এছাড়াও জম্মু-কাশ্মীর, অরুণাচল প্রদেশ, উত্তর-পূর্বাঞ্চলের প্রায় সব রাজ্য এমনকি গুজরাট থেকেও এসেছে আবেদন। এই কার্ডের মাধ্যমে নার্সিং সহ বেশকিছু পেশাদার চাহিদা বেশি বলেই জানা গিয়েছে। এই কার্ডের আবেদন করেছেন তাদের একটা বড় অংশই নার্সিং নিয়ে পড়তে চান বলে জানিয়েছে। আবেদন যাচাই এর কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!