প্যারালিম্পিকে টেবিল টেনিসে রুপো নিয়ে এলেন ভাবিনা

0 0
Read Time:1 Minute, 26 Second

নিউজ ডেস্ক: টোকিও প্যারালিম্পিক্সে টেবিল টেনিসে রুপো জিতলেন ভাবিনা। ফাইনালে তিনি হেরে গেলেন চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। বিশ্বের ১ নম্বর ইং ঝৌয়ের বিরুদ্ধে হেরে গেলেন ভাবিনা। ৩-০ ফলে হারলেন ভারতের এই প্যারা অ্যাথলিট।

এদিন ম্যাচের শুরুতেই প্রথম গেমে ১১-৭ ফলে হেরে যান ভাবিনাবেন। এরপর দ্বিতীয় গেমে প্রত্যাবর্তন করেছিলেন ভাবিনা। পরপর তিনটে পয়েন্ট তুলে নিয়েছিলেন। কিন্তু ফের একবার দ্বিতীয় গেমেও জয় ছিনিয়ে নেন ঝৌ। দ্বিতীয় গেমে ভাবিনা হারেন ১১-৫ এ। তৃতীয় গেমে লড়়াইটা দারুণ করেছিলেন ভাবিনা। প্রথমে ২-৪ ব্যবধানে পিছিয়ে গিয়েও ফিরে এসেছিলেন। ৮-৬ পয়েন্ট হয় একসময় খেলায় তৃতীয় গেমে। কিন্তু এখানও শেষ হাসি হাসেন ঝৌ। তৃতীয় গেমে জিতে যান চিনের প্রতিযোগী ১১-৬ এ। এর ফলেই ৩-০ এ ম্যাচ জিতে যান তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!