জল কষ্ট থেকে শহরকে মুক্তি দিতে পৌরসভার বিশেষ উদ্যোগ

0 0
Read Time:1 Minute, 44 Second

নিউজ ডেস্ক: দুদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা শহর। কলকাতার কোণায় কোণায় জলযন্ত্রণার ছবিটা বেশ স্পষ্ট। জল সমস্যা মেটাতে এবার তত্‍পর হচ্ছে পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, যতক্ষণ বৃষ্টি হবে লকগেট বন্ধ রাখতে হবে। আর তখন জলও দাঁড়িয়ে থাকবে শহরের রাস্তায়। তবে বৃষ্টি থামলেই লকগেট খুলে দেওয়া হবে। এদিন পুরসভার কো-অর্ডিনেটর তারক সিং জানিয়েছেন, এদিন বৃষ্টি খানিক কমায় বিকেল সাড়ে তিনটে থেকে লকগেট খুলে দেওয়া হয়েছে। যদি আর বৃষ্টি সেভাবে না হয় তবে রাত সড়ে আটটার মধ্যে অনেকটা জলই নেমে যাবে বলে মনে করা হচ্ছে। ড্রেনেজ সিস্টেম প্রতিনিয়ত পরিষ্কার করা হচ্ছে, যাতে জল কোনওভাবে আটকে না যায়। গতকাল রাত ১০টা থেকে সোমবার দুপুর ২টো পর্যন্ত কলকাতার প্রায় ১৫টি এলাকায় ১০০ মিলিলিটারের বেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে তোপসিয়া, ধাপা, উল্টোডাঙা এলাকায় বৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি, প্রায় ২০০ মিলিলিটারের কাছাকাছি। জলমগ্ন শহরের দুর্ভোগ দূর করতে বাড়তি পাম্প চালানো হচ্ছে। ৪৫০টি বাড়তি পাম্প চলবে বলে জানানো হয়েছে কলকাতা পুরসভার তরফে। এমনিতে শহরে ৭৬টি পাম্পিং স্টেশন থেকে ৪০৮টি পাম্প চলে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!