রোহিত শেট্টির সিনেমায় কী এবার দেখা যাবে চুলবুল পান্ডেকেও!

0 0
Read Time:1 Minute, 43 Second

নিউজ ডেস্ক: রোহিত শেট্টির কপ-ইউনিভার্স। সাম্প্রতিকতম মুক্তিপ্রাপ্ত ছবি ‘সূর্যবংশী’। মুম্বইয়ে সরকারিভাবে হল খোলার অনুমতি পাওয়ার পরই মুক্তি পায় ছবিটি। গোটা বলিউড এই ছবির দিকেই তাকিয়ে ছিল। তাকিয়ে ছিলেন হল মালিক ও ডিস্ট্রিবিউটাররা। প্যান্ডেমিকের সময় দর্শক হলমুখী হবেন কিনা তাই নিয়ে ছিল বড় প্রশ্ন। হল ব্যবসার অবস্থা ছিল শোচনীয়। সেই পরিস্থিতিতে সকলে আস্থা রেখেছিলেন ‘সূর্যবংশী’র উপরই। ছবি মুক্তির ৫দিনের মধ্যেই ১০০ কোটি ব্যবসা করে ছবিটি। এ যাবত্‍ ১০০ কোটির ব্যবসা করছে মূলত সলমন খানের ছবি। এত কম সময়ে ‘সূর্যবংশী’র এই সাফল্য দেখে নড়চড়ে বসেছেন অনেকেই। সলমনও নাকি আগ্রহ প্রকাশ করেছেন। বিগবসের বাড়িতে এসে রোহিত বলেছেন তাঁর কপ-ইউনিভার্স ছবিগুলিতে থাকতে পারে চুলবুল পাণ্ডেও। চুলবুল পাণ্ডে সলমনের অভিনীত একটি পুলিশ চরিত্র। ছবির নাম ‘দাবাং’। সেটিও অজয় দেবগণের সিংহামের মতোই জনপ্রিয় একটি চরিত্র। ভাইজানের অধিকাংশ ছবিই ১০০ কোটির ব্যবসা করে। তাই কি তিনি আগ্রহ দেখাচ্ছেন রোহিতের কপ-ইউনিভার্সে? এ প্রশ্ন উঠছে অনেকের মনেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!