দুর্নীতির অভিযোগ – কংগ্রেসের নির্বাচন কমিটি থেকে ইস্তফা প্রশান্ত কুমার দত্তের

0 0
Read Time:2 Minute, 39 Second

নিউজ ডেস্ক: সংগঠনের অবস্থা কঙ্কালসার। কিন্তু তারপরেও প্রার্থী করাকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেস দফতরে অসন্তোষের সেই চেনা ছবি। মঙ্গলবার সকালে প্রার্থীতালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে নির্বাচন কমিটি থেকে ইস্তফা দিলেন প্রশান্ত কুমার দত্ত। তাঁর সাফ কথা, “স্বচ্ছতার অভাব রয়েছে। দুর্নীতি হচ্ছে। এভাবে কংগ্রেসের মুখ পুড়ুক চাই না। তাই অধীরবাবুকে চিঠি দিয়েছি। কমিটিতে আমি থাকব না।” এদিকে প্রশান্ত কুমার দত্তের ইস্তফার পরই বেলা ১২টা নাগাদ কলকাতা পুরসভার ৭৮ ও ৭৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হল গুঞ্জন সিং ও আকিব গুলজারকে।

রবিবার বিধানভবনে শুরু হয় আরেক দফার তরজা। দ্বিতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশের আগেই কংগ্রেস দফতরে বিক্ষোভ দেখাতে শুরু করেন খিদিরপুর, মেটিয়াবুরুজ এলাকার কংগ্রেসের সভাপতি রাবিয়া বিবি। ওই অঞ্চলের আরেক নেতা মহম্মদ মোক্তারের বিরুদ্ধে স্বজনপোষণ ও টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগ করেন তিনি। বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন সাংসদ মনোরঞ্জন হালদারও একই অভিযোগ করেন। গন্ডগোলের খবর পেয়ে শেষে সেদিন বিধানভবনে আর আসেননি নির্বাচন কমিটির নেতা নেপাল মাহাত। 

বামেদের সাথে পুরভোটে জোট হয়নি। জোট ভেস্তে যাওয়ার পর ১২০টি আসনে প্রার্থী দেওয়ার কথা জানানো হয় কংগ্রেসের তরফে। কিন্তু শুরু থেকেই ছন্দপতন ঘটে। প্রথম দফায় ৬৬ জনের নাম-তালিকা ঘোষণা করা হয়। যেখানে ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবে তৃণমূলের টিকিট না পাওয়া নেতা পার্থ মিত্রের নাম ঘোষণা করা হয়। এদিকে পরদিন সকালেই পার্থ মিত্র জানান যে, তিনি তৃণমূলেই আছেন, এসব বিভ্রান্তি। শেষে ওই ওয়ার্ডের প্রার্থী পরিবর্তন করে কংগ্রেস।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!