‘জাতির জনগণের কাছে সরকারের ক্ষমা চাওয়া উচিত’ – বললেন সৌগত রায়

0 0
Read Time:1 Minute, 49 Second
তৃণমূল সাংসদদের সাসপেনশন নিয়ে মুখ খুললেন সৌগত রায়।  রাজ্যসভার সাংসদ সৌগত রায় এদিন বলেন, সরকার বরখাস্ত হওয়া সাংসদের মধ্যে একটি ‘বিভাজন’ তৈরি করার চেষ্টা করছে। একটি সংবাদিক সম্মেলনে তিনি বলেন, “সরকার ১২ জন রাজ্যসভার সাংসদকে বরখাস্ত করেছে এবং এখন ক্ষমতাসীন দল তাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। আমি জানি দুই বরখাস্ত সাংসদকে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে ডাকা হয়েছিল কিন্তু তারা যাননি। আমি তাঁদের সিদ্ধান্তে অটল থাকার জন্য তাদের ধন্যবাদ জানাই।”


তিনি আরও বলেন, “সরকার ক্ষমা চাইছে, অথচ আমি বিশ্বাস করি যে বিল পাশ করার জন্য এবং কোনও বিল নিয়ে আলোচনার অধিকার কেড়ে নেওয়ার জন্য ক্ষমা চাওয়া সাংসদরে প্রাপ্য। জাতির জনগণের কাছে সরকারের ক্ষমা চাওয়া প্রয়োজন।”


কিছুদিন ধরেই উত্তাল সংসদ। সোমবারই রাজ্যসভা ১২ জন সাংসদকে সাসপেন্ড করেছে। শীত অধিবেশনে তাঁরা যোগ দিতে পারবেন না। অভিযোগ, সংসদের গত বাদল অধিবেশনের শেষ দিনে তাঁরা উচ্ছৃঙ্খল আচরণ করেছিলেন। এরপরই  ১২ জন সাংসদের সাসপেনশন ফিরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে তাঁরা বিক্ষোভ দেখান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!