গুজরাটে আমিষ স্টল বন্ধ নিয়ে রুষ্ট আদালত

0 0
Read Time:1 Minute, 39 Second

নিউজ ডেস্ক : আহমেদাবাদ-সহ গুজরাটের নানা অঞ্চলে আমিষ খাবারের স্টলগুলির বিরুদ্ধে সরকারি কড়া পদক্ষেপকে ঘিরে বিতর্কের মধ্যেই এবার প্রশাসনকে ভর্ৎসনা করল হাই কোর্ট। আদালত জানাল, শুধুমাত্র কিছু মানুষের ইগোকে সন্তুষ্ট করতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়। যদিও আহমেদাবাদ পুরসভার দাবি, কেবল মাত্র সরকারি জমি দখল করে রাখা খাবারের স্টলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত মাসে প্রকাশ্যে আমিষ বিক্রি নিয়ে নিষেধাজ্ঞা জারি করে আহমেদাবাদ পুরসভা। একই পদক্ষেপ গ্রহণ করে বরোদা-সহ আরও নানা শহরের প্রশাসন। এরই প্রতিবাদে ২৫ জন হকার আদালতের দ্বারস্থ হন। সম্প্রতি তাঁদের গাড়ি কেড়ে নিয়েছিল পুরসভা। তবে ওই বিক্রেতারা জানিয়েছিলেন, কেববল ডিম বা আমিষ পদই নয়, তাঁরা নিরামিষও বিক্রি করতেন।

শুক্রবার বিচারপতি বীরেন বৈষ্ণব জানান, ”কেউ দুঃস্বপ্ন দেখল আর পরদিন সকালে ঘুম থেকে উঠে আপনি লোকদের সব কিছু বিক্রিতেই নিষেধাজ্ঞা আরোপ করে দিলেন! কিছু কিছু মানুষের ইগোকে সন্তুষ্ট করতে এই ধরনের কাজ করবেন না।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!