সিরিয়াল দেখার ফাঁকে চুরি ভরসন্ধ্যায়

0 0
Read Time:3 Minute, 10 Second

নিউজ ডেস্ক:শহর কলকাতার বুকে আবারও চুরির ঘটনা। যা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কোলকাতা ৩১ এলাকায়। সূত্রের খবর, খোয়া গেছে নগদ ৩ লাখ সহ ২ লাখ টাকার গহনা। স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় ঢাকুরিয়া ১৫ ই কলুপাড়া লেনের বাসিন্দা গোপাল হালদারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা।

তাঁর বাড়ির দোতলার দরজা হ্যাসবোল্ড কেটে ঘরের ভিতরে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা সহ গহনা নিয়ে বাড়ির ছাদ দিয়েই চম্পট দেয় দূষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে কসবা থানার পুলিস।জানা গেছে, রবিবার বিকেলে হালদার পরিবারের ৫ জন সদস্যই মেতেছিলেন সিরিয়ালে। তিনতলা বাড়ির একেবারে নিচের ঘরেই টিভি দেখতে ব্যস্ত ছিলেন। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ভর সন্ধ্যায় এত বড় দুঃসাহসিক চুরির ঘটনা। এরপর হঠাত্‍ই রাত আটটা নাগাদ বাড়ির দোতলার ঘরে ছেলে গেলে সে দেখে ঘরের দরজার হ্যাসবোল্ড কাটা। ঘরের ভিতরে ঢুকে দেখা যায় আলমারি ভাঙা, লন্ডভন্ড অবস্থায় রয়েছে ঘর।

আলমারির মধ্যে থাকা প্রায় ৩ লাখ টাকা নগদ ও প্রায় ২ লাখ টাকার মত গয়না উধাও। এই দেখেই চক্ষু চরকগাছ হালদার পরিবারের। শুধু তাই নয় তিনতলার ঘরও লন্ডভন্ড অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁরা। এরপরই বুঝতে পারেন বাড়িতে চুরি হয়েছে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য় ছড়াতেই প্রতিবেশীরা জড়ো হয়ে যায় সেখানে।বাড়ির মালিক গোপাল হালদারের অভিযোগ, বাড়ির ছাদ থেকে দু-তিন জন দুষ্কৃতীকে পালাতেও দেখেছে পরিবারেরই সদস্যরা। তবে এত টাকা খোয়া যাওয়ায় তদন্তের আর্জি জানিয়েছে পরিবার। খবর দেওয়া হয় কসবা থানায়।

পুলিস এসে সমস্ত ঘটনার তদন্ত শুরু করে। এলাকার বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। তদন্তে নেমে উদ্ধার হয় বাড়ির মধ্যে থেকে ছেনি হাতুড়ি ও একটি ব্যাগ। তবে এই ঘটনা ঘিরে আবারও প্রশ্নের মুখে প্রশাসনিক সুরক্ষা ব্যাবস্থা।কেন ঘন ঘন এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে, কেনই বা প্রশাসনের নজরদাড়ি চলছে না। কবে মিলবে স্বস্তি সেই প্রশ্নই শহরবাসীর মনে।এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!