রাজ্যে ফের বাড়লো করোনা সংক্রমণ

0 0
Read Time:2 Minute, 45 Second

নিউজ ডেস্ক:রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ বাগে এসেও যেন আসছে না মারণ করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল রাজ্যের করোনা সংক্রমণ। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১, ৪৪৭ জন রাজ্যবাসী। যা আগের তুলনায় খানিকটা বেশি। বেড়েছে মৃত্যুও। একদিনে রাজ্যে করোনার বলি ৩৮ জন।  সুস্থতার হার ৯১.০৯ শতাংশ। এদিকে করোনা পরীক্ষার সময় অনেকেই পুরো ঠিকানা না দেওয়ায় তৈরি হচ্ছে সমস্যা। সেই কারণে জারি হল নতুন নিয়ম।

এবার করোনা পরীক্ষার ক্ষেত্রে নামের পাশাপাশি পুরো ঠিকানা, পুরসভা, ওয়ার্ড নম্বর-সমস্ত তথ্য বাধ্যতামূলক।একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৩৮ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ১৪ জন। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০, ১৯৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৫, ৪১৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা  ১৭, ৫৭, ০৬৬। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১৬.৯৮ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় সবরকম চেষ্টা চালাচ্ছে রাজ্য। বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে কনটেনমেন্ট জোন।এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২,১৫৪ জন কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় সামান্য হলেও কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ১,৭৯৮ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর থেকে সামান্য কম। নিম্নমুখী কোভিড গ্রাফ স্বাভাবিকভাবেই স্বস্তি দিচ্ছে ওই জেলার বাসিন্দাদের। 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!