সম্পত্তি বিবাদের জেরে ভোগান্তির শিকার বিশেষভাবে সক্ষম দম্পতি

0 0
Read Time:2 Minute, 40 Second

নিউজ ডেস্ক:সম্পত্তি বিবাদের জেরে ভোগান্তির শিকার বিশেষভাবে সক্ষম দম্পতি।।নববধূ বিশেষভাবে সক্ষম হওয়ার কারণে বাড়ির দরজার বাইরে চার ঘণ্টা অপেক্ষা করতে হলো।শান্তিপুর পটেশ্বরী স্ট্রিটের বাসিন্দা হরিপদ সরকারের একমাত্র কন্যা মৌমিতার সাথে শান্তিপুর বাইগাছি কলার মনিন্দ্র দেবনাথের বিবাহের যোগাযোগ হয়। মনিন্দ্রের এক দাদা বৌদি এবং মৌমিতার মা-বাবার মধ্যে এক প্রস্থ পাকা কথা হয়ে গেলেও, অপর এক আশ্রয়দাতা দাদা বৌদির ঘোরতর আপত্তি ছিল বিয়ের ব্যাপারে। কারণ হিসেবে এলাকায় সূত্রে জানা যায়, মনিন্দ্রর পিতা মারা যাবার পর তাদের জমি জমার ভাগ বন্টন হয়নি ফলে অবিবাহিত মনিন্দ্র তার এই দাদার কাছেই থাকে। মনিন্দ্র বিবাহ করলেই ঘরের ভাগীদার হবে, তাই হয়তো দাদা বৌদির আপত্তি। মনিন্দ্র আর মৌমিতার দুজনেই বিশেষভাবে সক্ষম হওয়ার কারণে, বিশ্বাস এবং ভরসা অনেকটাই বেড়ে যায় একে অপরের প্রতি।

কালবিলম্ব না করে তারা সিদ্ধান্ত নেয় বিবাহের। সেইমতো সোমবার মৌমিতার মা-বাবার উপস্থিতিতে গোবিন্দপুর কালীবাড়িতে পুরোহিতের মন্ত্র উচ্চারণে চার হাত এক হয়। এরপরে মনিন্দ্র বাইগাছি পাড়ার বাড়িতে পৌঁছালে বাধে বিপত্তি। নতুন বউ প্রতিবন্ধী হওয়ার কারণে দরজা খোলেনা তারা। প্রতিবেশী একে একে সকলেই অনুনয়-বিনয় করলেও মেলেনা সুফল, বন্ধ দরজার সামনে বসে পড়ে নবদম্পতি। পাড়ার মেয়ে বৌরা বরণ এবং অন্যান্য নানান নিয়ম কারণ পালন করতে থাকে খোলা উঠোনেই, ভিড় জমতে থাকে। অবশেষে স্থানীয় প্রতিবন্ধী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে, সাংবাদিকদের প্রচেষ্টায় পুলিশের সহযোগিতায় ৪ ঘন্টা বাদে,হাসি ফোটে দম্পতির মুখে। বিয়ের আনন্দে মাতোয়ারা এলাকাবাসীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!